স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রাক্তন তথ্য অফিসার শাহনেওয়াজ করিম মুকুল এর রত্না গর্ভা মাতা শাহানা বেগম (৯৩) গতকাল বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মরহুমার অপর দুই পুত্র শাকয়াতুল করিম পিটুল ও জেলা প্রশাসনে কর্মরত সাহাদাতুল করিম বাপ্পী। মরহুমার মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসি, মরহুমার পুত্রদের শুভানুধ্যায়ী, সহকর্মি সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন কাটিয়াস্থ বাসভবনে ভিড় করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অত্যন্ত পরোপকারী, সামাজিক, রত্না গর্ভার মৃত্যুতে প্রতিবেশীদের মাঝে শোকাবহ পরিস্থিতির অবতরনা ঘটে। গতকাল বাদ আছর জানাজা শেষে পারিবারীক গোরস্থানে বেদনা বিদুর পরিবেশে অশ্র“সিক্ত নয়নে দাফন করা হয়। জানাজা পূর্বে পরিবারের পক্ষ থেকে মেজো পুত্র শাকয়াতুল করিম মায়ের রুহের মাগফিরাত কামনা করে ও এলাকাবাসির কাছে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে বক্তব্য রাখেন। মরহুমার পরিবারের সাথে ঘনিষ্ঠ দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জানাজায় অংশ নেন দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জেলা প্রশাসকের সিও শহিদুল ইসলাম, দৃষ্টিপাতের চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, প্রধান শিক্ষক জাকির হোসেন, জেলা প্রশাসনে কর্মরত মো: ওয়াজেদুর রহমান, শেখ রবিউল ইসলাম রতন, কাজি সফিউল আযম, ব্যবসায়ী ও সমাজ সেবক হাফিজুর রহমান প্রমুখ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমার বাসভবনে আসা, জানাযায় অংশ নেওয়া সহ সমবেদনা প্রকাশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের পক্ষে বড় পুত্র প্রাক্তন তথ্য অফিসার শেখ শাহনেওয়াজ মুকুল।
দৃষ্টিপাত পরিবারের শোক প্রকাশ
সাতক্ষীরার প্রাক্তন তথ্য অফিসার শেখ শাহানেওয়াজ মুকুলের রত্না গর্ভা মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ, মফস্বল সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সহ সম্পাদক ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল, সহ ম্যানেজার আনিছুর রহমান মাষ্টার সহ দৃষ্টিপাত পরিবার। ছবি ঃ দৃষ্টিপাত