স্টাফ রিপোর্টার ঃ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এসএমসির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সদস্য আবু তালেব মোল্ল্যা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী স্বাক্ষরিত পত্রে নিশ্চিত করা হয়েছে, এর পূর্বে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন, গত ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষাগত পেশায় নিয়োজিত, দেবহাটা কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছে।