স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার সদর উপজেলা বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আক্তারুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা জার্তীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা সহ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম সম্পাদক সাখাওয়াত করিম পিটুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা যুব সংঘের আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি ও কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক ইখতিয়ার উদ্দিন, শেখ শাহিনুজ্জামান, লুৎফর রহমান প্রমূখ। এছাড়া জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বলী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাষ্টার আবেদুর রহমান টিটু।