স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানপুর বড় বাজার, ইটাগাছা হাটখোলা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য তালিকা টানানো এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা বলেন নিত্যপণ্য কোন অবস্থায় জমা করে রাখা যাবে না। কোন ব্যবসায়ী পণ্য জমা রেখে বাজারে সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।