স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সবুর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং সমন্বয়ক হাবিবুর রহমান হবির মমতাময়ী মাতা রাশিদা বেগম আর নেই। তিনি গতকাল বেলা ১২টায় ২৫ মিনিটে শহরের অদূরে আলীপুর জিনস্ব বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। আলীপুর ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের স্ত্রী রাশিদা বেগম দীর্ঘদিন বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৩) বছর। তিনি ৬ পুত্র ১ মেয়ে নাতী-নাতনি, পোতা- পতুনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব আলিপুর চেকপোষ্ট মসজিদ সংলগ্ন জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার লাশ চেকপোষ্ট সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের মধ্যে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় রাজনৈতিক, সামাজিক, পেশাজিবী, সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।