বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

সাতক্ষীরার মনোমুগ্ধকর মাসজিদে কুবা কমপ্লেক্স \ মেহেদীবাগের সীমানা পেরিয়ে পরিচিতি পেয়েছে প্রত্যন্ত এলাকায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২

দৃষ্টিপাত রিপোর্ট \ সাতক্ষীরা শহরের সার্কিট হাউস এর সম্মুখপানের সড়ক বেয়ে মেহেদীবাগে সুদৃশ্য মনোমুগ্ধকর অনন্য অসাধারন সৌন্দর্য্য আর স্থাপত্যের শিলালিপি খচিত মাসজিদে কুবার অবস্থান, বিপরীত মুখি বাইপাস সড়কের সংযোগ আর সিটিকলেজ মোড় এলাকার সড়ক মিশেছে সাতক্ষীরার অতি আধুনিকতার ছোয়ায় বেষ্টিত মাসজিদে কুবা। সাতক্ষীরার মাটিতে এমন সুরম্য মসজিদ টি প্রায় দশশতক জমির উপর স্থাপিত, একবার দেখলে, মসজিদটির অভ্যন্তরে প্রবেশ করলে মনন, মেধা, মানসিকতায় সেকি শিহরন, উৎফুল­তা, উৎকর্ষতা তা কেবল গমনকারীরাই অনুভব করবেন। মসজিদটি কেবল মসজিদ নয়, মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইসলামীক সংস্কৃতি আর মানবতা, মানবিকতার মহাক্ষেত্র। মাসজিদে কুবাকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ গড়ে উঠেছে তার মধ্যে ইসলামীক বিধি বিধান সম্বলিত সংস্কৃতির চর্চা, লাশ দাফন এবং সংরক্ষন, যা পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা সম্বলিত। অনাথ, অসহায়, দুঃস্থ, অভাবীদের সহায়তা প্রদান সহ বহুবিধ। মসজিদটির নাম করনেও বিশেষ সাদৃশ্য এবং গুরুত্ব বিশ্লেষনের দাবী রাখে, ইসলামের ইতিহাসে প্রথম মসজিদটির নাম কুবা। আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মভূমি মক্কা হতে মদিনায় হিযরতের সময়ে মদিনার অদুরে কোবা নামক স্থানে সাহাবীদের নিয়ে একটি মসজিদ নির্মান করেন যার নাম ছিল কুবা। মসজিদটি নির্মানে মহানবী (সাঃ) সাহাবীদের সাথে নিজেও অংশ নিয়েছিলেন। আল­াহর ঘর আল­াহর ইচ্ছা এবং অনুগ্রহেই নির্মিত হয় এবং মহান আল­াহ নির্ধারন করেছেন কোবায় কোথায় মসজিদ হবে। পৃথিবীর সর্বাপেক্ষা পবিত্র স্থান মসজিদ, এই তো সেদিন ফিফা রেফারী তৈয়ব হাসান বাবুর মাতা ইচ্ছায় এবং পুত্রের ব্যবস্থাপনায় মসজিদ নির্মানের জন্য প্রায় দশ শতক জমিজমা দান করেন। এর পরের কথা মেহেদীবাগের বাসিন্দা সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামকে মসজিদ নির্মানে জমিদান এবং আগ্রহ প্রকাশ কথা জানান তৈয়ব হাসান বাবু, সৃষ্টিশীল, ব্যক্তিত্ব জিএম নূর ইসলাম তৈয়ব হাসানের ইচ্ছা এবং তার অদম্য আগ্রহ একাকার হলে স্থানীয় বাসিন্দাদের সাথে পরামর্শ করলেন, মেহেদীবাগ বাসি আল­াহর ঘর নির্মানে একাত্বতা প্রকাশ করলেন। সেই যে পথ চলা আল­াহর কুদরতে সাতক্ষীরার অপরুপ সুন্দর মসজিদ হিসেবে নির্মিত হলো মাসজিদে কুবা। সেদিন ছিল শুক্রবার প্রথম এপ্রিল জুম্মার নামাজের মাধ্যমে মসজিদ কমপ্লেক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন, মেহেদীবাগ পাওয়ার আনন্দ, মাসজিদে কুবাকে বরনে সেকি উৎফুল­, দিকে দিকে খুশির উৎসব, যেন ঈদ আনন্দ, আবার বৃন্ধ বনিতা সকলের উৎসাহ আগ্রহ মাসজিদে কুবা কমপ্লেক্স এর উদ্বোধনী মুহুর্ত, সর্বত্র আনন্দ স্রোত যেন অতি সুন্দর, মুগ্ধতায় ভরা প্রতিযোগিতা কে কিভাবে মসজিদকে বরন করার ভূমিকা রাখবেন। সকাল দশটা গড়িয়ে এগারটা বাঁজতে না বাঁজতে মসজিদ মুখি জনস্রোত। একাগ্রচিত্তে মসজিদ মুখি যাত্রা, শৃঙ্খলা, আর মসজিদের ভাব গাম্ভীর্যতা আগত অতিথিদের বরন সবই ছিল অতি মহববতী। সাতক্ষীরা শহরের সীমানা পেরিয়ে প্রত্যন্ত এলাকাতেও মাসজিদে কুবার পরিচিতি ছড়িয়ে পড়েছে। মসজিদ কমিটির সভাপতি দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম এর জবানীতে জানি তিনি বললেন, মসজিদ আল­াহর ঘর, আর তাই আল­াহর ইচ্ছাতেই সাতক্ষীরায় আধুনিকতার ছোয়া সম্বলিত মসজিদ নির্মিত হলো, তিনি আরও বললেন মসজিদটি নির্মানে সহযোগিরা আল­াহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হবে এমন দোয়া করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com