স্টাফ রিপোর্টার ঃ যশোরের দুর্বৃত্তের ছুরির আঘাতে সাতক্ষীরায় যুবকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি গত রবিবার বিকাল সাড়ে ৪টায় যশোর চাচড়া বাসস্ট্যান্ড মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবক শহরের সুলতানপুর সাহাপাড়া এলাকার আব্দুল আল মামুনের পুত্র ও এসআর ফিড কোম্পানির বিভাগীয় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০)। নিহতের ভাই আব্দুল মোতালেব দৃষ্টিপাতকে জানান, মোস্তাফিজুর রহমান এসআর ফিড কোম্পানিতে ডিবিশনাল কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। সে সাতক্ষীরা ও খুলনা বাসা থেকে বিভিন্ন জেলায় আসা যাওয়া করতেন। গত ৪ মাস পূর্বে এগ্রো ফুডস কোম্পানি থেকে উলেখিত কোম্পানীতে যোগদান করেন। পূর্বের কোম্পানীর ডিপোর মালিক ও কোম্পানীর কর্মকর্তা বাবুলের সাথে মালামাল বুঝাবুঝি নিয়ে লেনদেন ছিল। তিনি আরো জানান, বাবুল প্রতিনিয়ত মোস্তাফিজকে ফোন করতেন। লেনদেনের সমস্যা নিরসনের জন্য বাবুল তাকে রবিবার যশোর আসতে বলে। মোস্তাফিজ সহ তার ২ সহকর্মী যশোর যান। দুপুরে চাচড়া মোড়ে একটি হোটেলে খাওয়ার পরে তাকে সহ ২ সহকর্মীকে জোর পূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় ঐ সহকর্মীরা লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এসময় তার সাথে থাকা ব্যক্তিদের পুলিশ আটক করে। পরবর্তীতে মামলা দিয়ে তাদের কারাগারে প্রেরন করেন। তিনি আরো বলেন গতকাল সকালে হাসপাতাল থেকে জানতে পেরে আমরা যশোর যাই। সেখানে গিয়ে ভাইয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতাল এলাকা। এদিকে গতকাল সন্ধ্যা তার লাশ সুলতানপুর বাড়িতে নিয়ে আসলে অতি পরিচিত মুখটি এক নজর দেখতে ভীড় জমায়। এ মৃত্যু যেন কোন ভাবে মেনে নেওয়া যায় না। গতকাল রাত ৯টায় জানাযা শেষে লাশ দাফন করা হয়। এসময় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে মোস্তাফিজ স্ত্রী, পিতা মাতা ভাই বোন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।