স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার লাবসা মুন্সিবাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় মসজিদের সভাপতি শেখ হেলালুজ্জামানের সভাপতিত্বে পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি এম নুর ইসলাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অতিথিরা বলেন, এই মসজিদটি বহু বছরের পুরাতন ও প্রাচীন মসজিদ। মসজিদ পুনঃনির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। মসজিদের নির্মাণ কাজ শেষ করতে সকলের সহযোগিতা দরকার। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। সকল ধর্মের কথা আল কুরআনে বলা আছে। নামাজ মুসলমানদের প্রধান ইবাদত। প্রত্যেক মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করুন। এই মসজিদের সমৃদ্ধি কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সিনিয়র সহ—সভাপতি শেখ আহসানুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ, শেখ মনসুরুল হক, ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপ—পরিচালক ডাঃ একেএস মাসুদুর রহমান, শেখ আব্দুল আউয়াল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম। এছাড়া মসজিদের মুসল্লী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।