মাছুদুর জামান সুমন \ তিন চার দিনের বৃষ্টিপাতে উৎপাদনে গতি ফিরেছে। জনজীবনে স্বস্তিও নেমেছে। প্রচন্ড তাপদাহ হতে পরিত্রান পেয়েছে জনজীবন। বৃষ্টিতে সাতক্ষীরার সড়ক যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের চির চেনা রূপ যেন অনাকাঙ্খিত বন্ধুর সড়কে পরিনত হয়েছে। অগনিত খানা খন্দক এর সৃষ্টি হয়েছে। খানা খন্দকই শেষ কথা নয়, সড়কে সড়কে গর্তে পানি জমে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। যানবাহন উক্ত খাদে পড়ে নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছে সেই সাথে গাড্ডায় চাকা বসে যেয়ে যানবাহন থেমে যাচ্ছে। দূর্ঘটনাও ঘটছে। গত তিন দিন কখনও কখনও গুড়ি গুড়ি বৃষ্টি টাবার বিরামহীন বৃষ্টিপাত সড়কে পানি জমে শুধুমাত্র খানা খন্দক বা গর্তের সৃষ্টি হয়েছে তা নয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মটর সাইকেলের দুই চাকা মুহুর্তে গর্তে পড়ে আছড়ে পড়ছে। গতকাল সাতক্ষীরা কালিগঞ্জ, সাতক্ষীরা যশোর, খুলনা সড়ক সরেজমিন পরিদর্শনে এমন অসহনীয় পরিস্থিতি দেখা গেছে। বড় বড় গাড্ডা পানিতে পূর্ণ অথচ দেখে অনুভব করার সুযোগ নেই যে উক্ত পানির নিচে বেহিসেবি গর্ত। মাইক্রো, প্রাইভেটকার ডেবে থাকছে, ভ্যান বাইসাইকেল উচু করে পার করতে হচ্ছে। সড়কে সড়কে পানি আর যে সড়ক অংশে পানি নেই সেখানে কাদাময় বিশেষ করে সড়ক সংলগ্ন ভাটা গুলোতে মাটি বহন করায় উক্ত এলাকার সড়কে পড়ে থাকা কাদা দুর্ঘটনার জন্য বিশেষ ভাবে কার্যকর ভূমিকা রাখছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের খানা খন্দকময় পরিস্থিতি দীর্ঘ দিনের। সড়ক ও জনপথের দায়িত্ব সড়ক ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সুসংহত রাখা, কিন্তু সাতক্ষীরার যাতায়াত ব্যবস্থা সুসংহত রাখা। কিন্তু সাতক্ষীরার বাস্তবতায় দেখা গেছে মাসের পর মাস, বছরের পর বছর সড়কে খানা খন্দক। সড়কের সেই জরাজীর্ণতা গত তিন/চার দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা আর বড় বড় গর্তের আবিস্কার করেছে। গতকালও সাতক্ষীরা কালিগঞ্জ, সাতক্ষীরা যশোর, খুলনা সড়কে সড়ক জনপথ বিভাগের কোন কার্যক্রম প্রত্যক্ষ করা যায়নি। বাকাল চেকপোষ্ট (বিজিবি) সড়ক যেন প্রকাশ্য পুকুরের সৃষ্টি হয়েছে। সড়কের এমন দৃশ্য অস্বাভাবিক এবং অনভিপ্রেত। আলিপুর হাটখোলা এলাকায় সড়কে পানি জমার সেই চিরায়ত দৃশ্য গতকালও ছিল দৃশ্যমান। পুস্পকাঠি কুলিয়া নতুন বাজার সংলগ্ন সড়ক যেন দূর্ঘটনাকে প্রতিমুহুর্তে আমন্ত্রন জানাচ্ছে। কোন মটরসাইকেল চালক কাদা পানি না মেখে সড়ক পাড়ি দিতে পারছে না। এমনি ভাবে পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, নলতা, ভাড়াশিমলা সর্বত্র খানা খন্দকে পূর্ণতা পেয়েছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের পাশাপাশি শহরের সংযোগ সড়ক গুলোর চিত্রও বিপর্যস্ত। শহরের ডিজিটাল হোমিও সেন্টার ডাঃ শাহ আলম চেম্বার সংলগ্ন অতি ব্যস্ত সড়কটিতে পায়ে হেটে চলাও দুস্কর। পিচ তো নেই, দীর্ঘ এই সংযোগ সড়কটির সর্বত্র খানা খন্দকে পূর্ণতা পেয়েছে। বৃষ্টিতে সড়কের দুরাবস্থার পাশাপাশি বাজার গুলোতেও পানি জমেছে। ছোট ছোট খুপড়ি, টোং দোকান গুলোর ব্যবসায়ীরা বসতে পারছে না, কাদা পানির জন্য এ দৃশ্য কেবল সাতক্ষীরা শহরের অভ্যন্তরীন বাজার গুলোর নয় মফস্বল এলাকার বাজার গুলোতেও পানি জমেছে। কৃষি ও মৎস্য উৎপাদনের জন্য বৃষ্টি অপরিহার্য ছিল, তবে কোন কোন এলাকায় অতি বৃষ্টির কারনে নতুন ভাবে রোপন করা আমন ধান পানিতে ডুবেছে। বীজতলা ও সবজি বাগানেও অতিরিক্ত পানি জমেছে। তারপরও বৃষ্টি ছিল আশীর্বাদ। সড়কের জন্য অভিশাপে পরিনত হলেও সড়ক সংরক্ষন ও সংস্কারের অভাবে সড়কের জন্য দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় অভিশাপে পরিনত হয়েছে।