দৃষ্টিপাত রিপোর্ট \ সড়কে সড়কে দুর্ঘটনা থেমে নেই। যাত্রীবাহী যানবাহন, নিয়ন্ত্রনহীন গতিতে গাড়ী চালানো, অদক্ষ অযোগ্য চালকদের সম্মিলন, খানা খন্দক সড়ক এগুলো সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হলেও সাতক্ষীরার সড়কগুলোতে বিশেষ করে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে সা¤প্রতিক সময়গুলোতে বিচুলি (খড়) বহনকারী ভ্যান সড়ক দুর্ঘটনার মোক্ষম কারণে পরিণত হয়েছে। খড়কুটা বিচুলী ভ্যানে এমনভাবে ভরাট করা হয় সাজানো হয় বিপরীত মুখি হতে আগত যানবাহন দৃষ্টিসীমায় দেখা যায় না। প্রতিনিয়ত সড়কগুলোতে খড়বাহী ভ্যান ওভারটেক করতেই বিপত্তি কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে বিচুলীবাহী ভ্যানের পিছনে থাকা মোটরসাইকেল, মহেন্দ্র, ইজিবাইক সামনের অংশ দেখতে পায় না। ক্ষুদ্র জ্ঞানের উপরিঅংশ এমনভাবে বিচুলীতে পূর্ণ থাকে পুরো সড়কের সম্মুখ অংশ অদৃশ্য অদেখা থাকে। বিচুলীবাহী ভ্যানের পাশাপাশি মাটিবাহী ট্রাক বা ডাম্পার সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে বেহিসেবী চলাচলের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ত্বরান্বীত করছে। নিয়ন্ত্রনহীন গতিতে বিচুলীবাহী ভ্যান আর মাটিবাহী ডাম্পার এর অবাধ এবং বিপদজনক অবিরাম এবং প্রতিনিয়ত চলাচল করলেও সংশিষ্ট কতৃর্পক্ষ উদাসীন। মাটিবাহী ডাম্পার কেবল সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক দাপিয়ে চলছে তা নয় জেলার সংযোগ সড়ক গুলোতেও বেহিসেবী চলছে। ইটভাটাগুলো গন্তব্য রেখে উন্মাদের মত চলছে মাটিবাহী ডাম্পার। ঘটছে দুর্ঘটনা, পথচারী সহ অপরাপর যানবাহন গুলো বিচুলী ও মাটিবাহী এ সকল যানগুলোকে রিতীমত মৃত্যুদ্যুত হিসেবে আখ্যায়িত করে চলেছে। সড়কে চলাচলরত এ সকল কথিত যান তথা বিচুলী ও মাটিবাহী দুর্ঘটনাকে উসকে দিচ্ছে। সর্বাপেক্ষা অবাক বিস্ময় এবং উদ্বেগের বিষয় মাটিবাহী ট্রাক তথা ডাম্পার গুলোয় চালকদের অধিকাংশই কেবল অদক্ষ, অযোগ্য নয় প্রাপ্ত বয়স্ক না হওয়ার সম্ভাবনাই বেশী। সা¤প্রতিক সময়গুলোতে জেলার সংযোগ সড়ক গুলোতে বিশেষ করে ইছামতি নদী সংলগ্ন সড়কে বালুবাহী ট্রাকের চলাচল আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা মুক্ত পরিস্থিতি সৃষ্টিতে বিচুলীবাহী ভ্যান ও মাটিবাহী ডাম্পার চলাচলের উপর বিধিনিষেধ আরোপ জরুরী।
পৃ—