স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবীতে এবং আহবায়ক কমিটি হতে অগঠনতান্ত্রীক ভাবে তিন সদস্যের বাদ দেওয়ার প্রতিবাদে এবং গঠনতন্ত্র পরিবর্তনের ষড়যন্ত্র রুখতে গতকাল আইনজীবী সমিতি এলাকায় সাধারন আইনজীবীরা সমাবেশ করেছে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির প্রাক্তন সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আঃ গনি, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন নেতা ও জেলা আওয়ামীলীগের ত্রান ও পুর্নবাসন সম্পাদক এ্যাড: আজহারুল ইসলাম, এ্যাড: সাহেদ্জ্জুামান সাহেদ, এ্যাড: সাইদুজ্জামান জিকু, এ্যাড: আমিরুল ইসলাম চঞ্চল প্রমুখ। সভায় আইনজীবী বক্তারা বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সমৃদ্ধ আইনজীবী সমিতি বিকাশে নির্বাচনের বিকল্প নেই। অবিলম্বে নির্বাচন এর মাধ্যমে এই সমিতিকে গতিশীল করতে হবে। আইনজীবী সমিতির হাতে গোনা কয়েকজন বীর মুক্তিযোদ্ধার মধ্যে অন্যতম প্রথিতযশা, প্রগতিশীল আইনজীবী প্রাক্তন সাধারন সম্পাদক এ্যাড: ইউনুস আলীকে বাদ দেওয়া হয়েছে। একই ভাবে বর্ষিয়ান আইনজীবী সাতক্ষীরা আদালত পাড়ার অতি পরিচিত মুখ এ্যাডঃ আজহারুল ইসলামকে বাদ দিয়েছে। একই ভাবে এ্যাডঃ খালেককেও বাদ দিয়েছে। বক্তারা বলেন সাতক্ষীরার আইনজীবী সমিতি সকল আইনজীবীর যে কোন ধরনের অগঠনতান্ত্রীক কর্মকান্ড ও অনিয়ম প্রতিরোধ করবে।