শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে -এমপি রশীদুজ্জামান কয়রার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন কেশবপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত খুলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নগরঘাটায় খাদ্যের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত বাংলাদেশ স্বাধীনের জন্য মুজিবনগর সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের সাতক্ষীরায় অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শ্যামনগর প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

সাতক্ষীরার সাবেক চেয়ারম্যানের বাড়িতে অজ্ঞান পার্টির হানা \ চেকের পাতা নগদ টাকা স্বর্ণ অলংকার লুট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির হানা। সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাটি শুক্রবার রাতে সদরের নেবাখালী সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে ঘটে। অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত নেবাখালি গ্রামের চেয়ারম্যানের পুত্র আলহাজ্ব বজলুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৬০)। তারা উভয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন। রাতের কোন এক সময় তাদের বাড়িতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ¯েপ্র করে। ভুক্তভোগী বজলুর রহমানের পুত্র মো: মিজানুর রহমান প্রিন্স দৈনিক দৃষ্টিপাতকে জানান, ঘটনার রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে শশুর বাড়িতে গিয়ে ছিলাম। রাত সাড়ে ৯টায় বাড়িতে ফিরে এসে আবার মোবাইল কথা বলতে শুনি। রাত ১১টায় ঘুমানোর পূর্বে আব্বা ঘরে গিয়ে দেখি তিনি খাটের উপর ও মা মেঝেতে ঘুমিয়ে আছে। কিছু না বলে নিজ কক্ষে উপরে রুমে ঘুমিয়ে পড়ি। তিনি আরো বলেন, সকালে দেখি মা ঘরের মেঝ থেকে একটু দুরে বিক্ষিপ্ত ভাবে ঘুমিয়ে আছে। আলমারীর ড্রয়ার ভেঙ্গে চেকের পাতা, নগদ টাকা, স্বর্ণঅলংকার লুটে নিয়েছে। এখানে শেষ নয় ফ্রিজে রক্ষিত দুধ অন্যান্য খাবার সামগ্রী এমনকি সরিষার তেল এবং কবুতর জবাই করে নিয়ে গেছে। পরে প্রতিবেশী ও স্বজনদের ডেকে পিতা মাতাকে হাসপাতালে নিয়ে আসি। এখনো তারা অচেতন চিকিৎসাধীন আছেন। অজ্ঞান পার্টির এমন অমানবিক কর্মকান্ডে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলমের কাছে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান, সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্য ঐ বাসায় অমানবিক কর্মকান্ড করেছে। আতংকিত হওয়ার কিছু নেই। পুলিশ পুরো বিষয়টি নজরদারি করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com