স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার সামাজিক সংগঠন সাতক্ষীরা কমিউনিটির ৬০ হাজার সদস্য পূর্ন হওয়ায় সেলিব্রেশন এবং বাৎসরিক ফটো কনটেস্টর পুরুস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঐক্য ঐতিহ্য ও আতিথেয়তায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্বপ্নছোঁয়ার ব্যবস্থাপনায় গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা কমিউনিটির ক্রিয়েটর উম্মে ফুয়ারা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। তিনি বলেন, সাতক্ষীরা কমিউনিটি প্রতিষ্ঠার পর থেকে মানুষের কল্যাণের কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্যোগ কালীন সময়ে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। তরুণরা পারে যত সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সমাজ তো যারা রাষ্ট্রের চিত্র পাল্টি দিতে। আমাদের মূল ঠিকানা সাতক্ষীরা। সাতক্ষীরা কে সুন্দরভাবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, আহসানুর রহমান রাজিব, গাজী আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হক শাহিন আলম, এস এম আশরাফুল ইসলাম, সাকিব জামান, ইলিয়াস হোসেন, সোলাইমান, হাফিজুর রহমান, সামিউল ইসলাম, সাকিল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে বাৎসরিক দিবস উদযাপন করেন। একই সাথে বাৎসরিক ফটো কনেটেস্টে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দীন সাবাদ।