মীর আবু বকর ॥ সাতক্ষীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক পূর্ণভাবে সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য বহনকারী মেলা প্রতিবছর ভাদ্র মাসের শেষে ও আশ্বিন মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। মেলা উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সম্পুর্ন ঘেরা হয়েছে। মেলা চত্বর সহ পার্শ্ববর্তী এলাকা ব্যানার ফেস্টুন সহ নানা রঙে সজ্জিত করা হয়েছে। মেলায় নারীদের জন্য রাখা হয়েছে বাহারী মনোহারী পণ্যে। শিশু নারী সহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নাগর দোলা, ডিজিটাল নৌকা, রেলগাড়ি, হানিসিং, জাহাজ ডরিমন, সহ বিভিন্ন খেলা সামগ্রী। খাদ্য পণ্য হিসাবে দেশের বিভিন্ন এলাকার হরেক রকমের খাবার সাজিয়ে বসেছে দোকানদাররা। রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান। বিভিন্ন ফলের তৈরি লোভনীয় টক- ঝাল- মিষ্টি আচার সামগ্রী। এখানে শেষ নয় কুটির শিল্পের তৈরি বাঁশ, বেতের, লৌহজাতদ্রব্য দোকান ও চোখে পড়ার মত। গুড়পুকুরের মেলায় নিত্যপ্রয়োজনীয় সহ সকল পণ্যের বিপুল সমাহার পাওয়া যাবে। মানুষের আকর্ষণ কাড়তে যেটি প্রয়োজন সবগুলি গুড়পুকুরের বেলায় পাওয়া যাবে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান ফটকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার প্রধান নির্বাহী সিইও মোঃ নাজিম উদ্দীন, পৌর কাউন্সিলর যথাক্রমে শেখ আনোয়ার হোসেন মিলন, আইনুল ইসলাম নান্টা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, সংরক্ষিত কাউন্সিলর নুর জাহান বেগম, অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি, সদস্য রফিকুল ইসলাম, পৌর আলীগের সদস্য আবু আব্দুল্লাহ আবু ছাক্কার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরায় মা মনসা পূজার মাধ্যমে গুড়পুকুরের মেলা উদ্বোধন হওয়ার কথা থাকলো এবার কয়েক দিন পিছিয়েছে।