এ্যাড: তপন কুমার দাস \ সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন রাবিয়ানের একটি প্রতিনিধি দল। অপরাহেৃ খাস কামরায় সৌজন্য সাক্ষাত শেষে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত একটি প্লেট টুপি গেঞ্জি ও একটি ব্যাগ উপহার দেন। বিজ্ঞ জজ অত্যন্ত আন্তরিকতার সাথে তা গ্রহন করেন। প্রতিনিধি দলের সাথে সাক্ষাত কালে মানবিক জজ খ্যাত কবি শেখ মফিজুর রহমান বলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয় ইতিহাস এবং ঐতিহ্যের পাদপিঠ। বিশ্ব বিদ্যালয়টিতে অধ্যায়নরত সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন। তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় অ্যালমনাই এ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করেন। রাবিয়ানের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শাখার সদস্য সচিব হাবিব সালাম, এ্যাড: তপন কুমার দাস সহ অন্যান্যরা। রাবিয়ানের সদস্যদের সাক্ষাত দান ও উপহার সামগ্রী গ্রহন করায় সংগঠনের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।