বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান’র রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি, শিক্ষানুরাগী, রবীন্দ্র প্রেমিক শেখ মফিজুর রহমান ও তাঁর সহধর্মিণী রুখসানা ইসলাম শিল্পী সহ সপরিবারে সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খুলনার ফুলতলা দক্ষিণ ডিহি গ্রামস্থ রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি অনিন্দ্য সুন্দর পোস্ট দেন। যা সাতক্ষীরার সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পাঠকদের জন্য হু বহু তুলে ধরা হলো ঃ
“সেতারেতে বাধিঁলাম তার
গাহিলাম আরবার
মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক। ”
আজ থেকে প্রায় ৮৫ বছর আগে শান্তিনিকেতনে বসে ১৩ মাঘ ১৩৪৩ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই অমৃত চরণগুলো লিখেছিলেন হয়তো ভেবেছিলেন মানুষ তাকে ঠিক মনে রাখবে। রেখেছেও…..। অন্তত দুই বাংলার মানুষ রবীন্দ্রনাথকে আপনার লোক বলেই জানে। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, খুলনাতে গিয়েছিলাম আজ। সুনসান, পরিপাটি, প্রশস্ত,পরিচ্ছন্ন এই কমপ্লেক্সটি। মূলত এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শশুরবাড়ী, স্ত্রী মৃণালিনী দেবীর পিতৃভূমি। রবীন্দ্রনাথ বহুবার এসেছেন এখানে এবং দার্শনিকের মতো করে ভেবেছেন জগতের চলমান ধারা, সংস্কৃতি কীভাবে কালোত্তীর্ণ হবে? কে হবে এর যোগ্য উত্তরাধিকার? প্রশ্নের মেলেনা উত্তর। তবু এই কমপ্লেক্সে গেলে এর আবহ আপনাকে নষ্টালজিক করবে নিশ্চিতভাবেই। হয়তো আপনিও আপনার মাঝে এ যুগের রবীন্দ্রনাথকে খুঁজে পাবেন, নিজেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ মনে হবে নিজের কাছেই”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com