স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার নিরাপদ বিষমুক্ত আম লন্ডনে রপ্তানির উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে কলারোয়া উপজেলার ইলিশপুর থকে সলিটারী ডাড ও উত্তরনের সহযোগিতায় আম রপ্তানী কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, সাতক্ষীরায় সুস্বাদু আমের সুনাম বেশ কয়েক বছর পূর্বে থেকে। এজেলার আম জেলার গন্ডি পেরিয়ে সারা দেশে সুখ্যাতি অর্জন করেছে। শুধু এখানেই শেষ নই সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দ ভোগ, আম্রপলি আন্তর্জাতিক বাজারে সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। আমাদের আমের কদর বিশ্বের উন্নত দেশেও ছড়িয়ে পড়েছে। এই সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে। কোন অবস্থায় আমে ক্ষতিকর দ্রব্যাদি ব্যবহার করা যাবে না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো: নুরুল ইসলাম। তিনি বলেন আমচাষীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। কোন প্রকার কীটনাশক ছাড়া নিরাপদ এই আম উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এই আম আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার আমের সুনাম অক্ষুন্ন থাকবে। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ, আম চাষী ডবলু হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উলেখ্য জিল ইন্টার ন্যাশনাল কোম্পানীর মাধ্যমে এই আম আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে।