বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের এগিয়ে চলার ক্ষেত্র বিশ্ব ব্যবস্থায় লাল সবুজের বাংলাদেশ আলোকিত হতে সাতক্ষীরার অনবদ্য ভূমিকা বারবার সামনে এসেছে। অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরা ইতিমধ্যে তার অবস্থান জানান দিয়েছে। স¤প্রতি শেষ হওয়া সাফ ফুটবলে বাংলাদেশ মহিলা ফুটবল দল কৃতিত্ব দেখিয়েছে। অত্যন্ত নৈপুন্যতার সাথে হীমালয়ের দেশ নেপাল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিন এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসরে দৃশ্যতঃ বাংলাদেশ সম্মান আর গর্বের ক্ষেত্র নিশ্চিত করেছে। এর পূর্বে ক্রিকেট বিশ্বে ও সাতক্ষীরার দুই কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার অসামান্য সাফল্য দেখিয়েছে। সাতক্ষীরার দুই সোনার মেয়ে সাবিনা খাতুন ও মাছুরা পারভীন জাতীয় মহিলা দলের সদস্য। এর মধ্যে সাবিনা খাতুন অধিনায়ক। সাবিনা আর মাছুরা সাতক্ষীরার এই দুই সোনার মেয়ে বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ বিশেষ সম্মান আর মর্যাদার সাথে পরিচিত করেছে। সাতক্ষীরার ভৌগলিকতা পেরিয়ে এই জেলা বিশ্ব মিডিয়াতেও আলোচিত হয়েছে। জেলার বিশ লক্ষাধীক মানুষ সাবিনা ও মাছুরার সাফল্যে খুশি, আনন্দিত। জেলার সর্বত্র তাদের সোনার মেয়েদের সাফল্যে বইছে আনন্দ স্রোত। জেলাবাসি বিশেষ ভাবে খুশি সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ সাবিনা ও মাছুরাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সাতক্ষীরার বিশলক্ষাধীক মানুষ সত্যিকার অর্থে প্রশাসনের প্রতি কৃতজ্ঞ কারন জেলা প্রশাসন ও জেলা পুলিশ সরকারের প্রতিনিধিত্ব করে আর সঙ্গত কারনে সরকারের ইচ্ছারই বহিঃপ্রকাশ সোনার দুই মেয়েকে সংবর্ধনা জানানো। সাবিনা এবং মাছুরার পাশাপাশি তাদের গর্বিত পিতা মাতাও সংবর্ধিত হয়েছেন। সাতক্ষীরার মানুষের জন্য বর্তমান সময় গুলো বিশেষ আনন্দের আর প্রাপ্তির। দুই স্বর্ণকন্যা আগামীতেও আরও সফল হবেন এমন প্রত্যাশা জেলাবাসির।