শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

সাতক্ষীরার ১০৯৪টি প্রাথমিকের শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পেলো \ বই উৎসব হয়েছে মাধ্যমিক বিদ্যালয়েও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

দৃষ্টিপাত রিপোর্ট \ বছরের প্রথম দিনে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ১০৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী নতুন বই হাতে পেলো। ঝকঝকে তরতাজা বই পেয়ে বিশেষ খুশি আগামী দিনের বাংলাদেশ খ্যাত শিশুরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পেয়ে আনন্দে বাড়ী ফিরেছে। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিনিধি বই বিতরণের দৃশ্য প্রত্যক্ষ করেছেন। পরিববর্তীত পরিস্থিতির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেওয়ায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনপ্রতিনিধি এবং কোন কোন বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির প্রাক্তন সদস্য ও অভিভাবকদেরকে বই বিতারণে সহায়তা করতে দেখা যায়। কোন কোন বিদ্যালয় কতৃর্পক্ষ নতুন বইয়ের সাথে শিশু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দিতে দেখা গেছে। গত কিছুদিন যাবৎ যথাসময়ে নতুন বছরের প্রথম দিনে শিশুরা বিনামূল্যে বই পাবে কিনা এমন শঙ্কা বিরাজ করলেও গতকাল শিশুরা হাতে বই পাওয়ার পর শঙ্কা নয় পুরোপুরি খুশিতে ভাসছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান জেলার ১০৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পেয়েছেন। তিনি উপজেলা গুলোর কয়েকটিতে বই বিতরণে অংশ নেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণের মধ্যদিয়ে শুরু হওয়া নতুন বছরের নতুন দিনে বই হাতে পাওয়ায় বহু অভিভাবক দৃষ্টিপাতকে জানিয়েছেন নতুন বই পাওয়ার আনন্দ অন্যধরনের বলা যায় ব্যতিক্রম আনন্দের বহি:প্রকাশ। এর পূর্বে জেলার প্রতিটি প্রাথমিক শিক্ষা অফিসে ডিসেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে বিনামূল্যের নতুন বই পৌছায়। এদিকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীরাও নতুন বছরের প্রথম দিনে নতুন বই (বিনামূল্যে) হাতে পেয়েছেন। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গতকাল বই উৎসব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com