স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সরকারি নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রয়ের অভিযোগে ৬টি দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১১টার পর থেকে শহরের বিভিন্ন দোকান মোবাইল কোট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সজিব তালুকদার। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের গতকাল শহরের বিভিন্ন গ্যাসের দোকানে অভিযান চালায়। এসময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন ১২ কেজি গ্যাসের নির্ধারিত মূল্য ১২৮৪ থাকলেও কয়েক জন ব্যবসায়ী ১৬৫০/১৭০০ টাকা বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়। এঘটনায় শহরে দীঘির পাড় মোহাম্মাদী ট্রেডার্স ৫০০০/- টাকা, পলাশপোল দে ট্রেডার্স ৫০০০/- টাকা, পলাশপোল রমজান ট্রেডার্স ২০০০/- টাকা, কাছারী পাড়া লাবিব গ্যাস চুলাঘরে ৩০০০/- টাকা, কাটিয়া ঐশী এন্টারপ্রাইজ ১০০০/- টাকা, আটপুকুর মোড় মোবারক ভ্যারাইটি স্টোর- ২০০০/- টাকা এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন ও পুলিশ সদস্যরা।