স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ২০২৩ সালের বিভিন্ন খাতে প্রাপ্ত অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির জেলা চেয়ারম্যান মো: আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরন উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি আমার প্রাণের সংগঠন। আপনি আজ যেখানে আছেন আগামী দিনে আমাকে ঐখানে থাকতে হবে। আপনাদের স্থায়ী অফিস নির্ধারন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর স্থান নির্ধারণ করবো। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নশীল দেশের কাতারে প্রতিবছর সরকারী ভাবে আপনাদের ফান্ডে আর্থিক সহাযতা প্রদান করা হয়। আমি সব সময় আপনাদের পাশে থাকবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রনয় বিশ্বাস, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ডা: একেএম আব্দুর রাজ্জাক যুগ্ম সম্পাদক মো: আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মো: আব্দুস সাত্তার, সদস্য কাজী আমজাদ বারী, কাজী আরিফুর রহিম, শফিউর রহমান, আবুল কাশেম, শেখ আব্দুল মান্নান সহ অন্যান্যরা। এসময় শিক্ষাবৃত্তি অনুদান, এককালীন অনুদান, সাধারন চিকিৎসা কন্যার বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ, জটিল ও ব্যবহুল রোগের চিকিৎসা ৭০ জনের মধ্যে ৪ লক্ষ ৬৩ হাজার ৫০০ খত টাকা অনুদান প্রদান করা হয়েছে। এরপূর্বে সংগঠনের জেলা চেয়ারম্যান মো: আব্দুর রব ওয়ার্ছী প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় সাতক্ষীরা জেলা অবসরপ্রাপ্ত সরকার কর্মচারী কল্যান সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।