স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে গতকাল সকালে শহরের কোরাইশী ফুড পার্কের কক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। তিনি বলেন, আমি এখন চাকরি করছি। আমাকে একদিন আবসরে যেতে হবে। সেই দিন আমি আপনাদের কাতারে দাঁড়াবো। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুন্দর একটি সংগঠন। এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল অদুদ, সংগঠনের সাবেক সভাপতি মোঃ জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন,মোঃ জিল্লূল করিম, মোহাম্মদ আলী সিদ্দীকি।এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাধাঃ সম্পাদক ডাঃ একেএম আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, যুগ্ম সাধাঃ সম্পাদক আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ আয়ুব আলী,সিরাজুল ইসলাম, কাজী আফজাল বারী সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের সমন্বয়ে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।