মীর আবু বকর \ সাতক্ষীরায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান সরেজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান। তিনি গতকাল সকাল ১০টায় শহরের অদূরে রইচপুরের খাল সংলগ্ন অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত স্থানে পৌঁছান। সেখানে পায়ে হেঁটে সরকারি খাস জমি ও অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় জমি ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে এখানে অর্থনৈতিক অঞ্চল করার লক্ষ্যে একটি প্রস্তাব পাওয়া যায়। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। সেই হিসাবে অর্থনৈতিক জোন তৈরির সম্ভাবনা অনেক বেশি। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে সরকারি খাস সম্পত্তি রয়েছে ১৫১ একর ও ১০৩ একর জমি অধিগ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য আনুমানিক ১৬শ কোটি টাকা। এখানে অর্থনৈতিক জোন হলে দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় ব্যবসায়ীরা মিল ফ্যাক্টরি তৈরি করবে। এখানে থাকবে স্টেডিয়াম, কালেক্টরেট স্কুল, মসজিদ সহ অনেক কিছু। সাতক্ষীরার বহু মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি সরকারের রাজস্ব আয়ে ব্যাপক ভূমিকা রাখবে। সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলায় পরিণত হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপসচিব আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরার অতিঃ জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিলুর রহমান, এনডিসি মোঃ মহিউদ্দিন, সাতক্ষীরা পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সার্ভেয়ার মোঃ বরকত উলাহ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পূর্বে মহাব্যবস্থাপক মনিরুজ্জামান অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত ম্যাপটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন।