শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন
মীর আবু বকর \ সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। গতকাল দুপুরে শহরের মোজাফফর গার্ডেন সংলগ্ন নির্ধারিত জমি পরিদর্শন করেন। (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চলের জন্য সুন্দর একটি স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার যথেষ্ট উপযোগী। অর্থনৈতিক অঞ্চল থেকে ভোমরা স্থলবন্দর প্রায় ১২ কিলোমিটার হওয়ায় দ্রুত পন্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। প্রায় ২০০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের গড়ে উঠবে। তবে সরকারি জমি ছাড়া অতিরিক্ত মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সাতক্ষীরা বহু আগে থেকেই সমৃদ্ধ। এখানকার আম, মাছ ও শাকসবজি জেলার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজার দখল করেছে। সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এ জেলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com