স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমীতে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের আয়োজনে সাতক্ষীরা সার্ভিস সেন্টারের ডিজিএম এন্ড ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চীফ এক্সিকিউটিভ অফিসার (সিসি) মোহাম্মদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুদুজ্জামান খান, মোঃ আবু ইউসুফ, এইচএম নুরুল কবির তৌহিদী, মোঃ মহিউল ইসলাম, মোঃ কামরুজ্জামান রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, আমিনুর রহমান, আবুল কালাম আজাদ, দৃষ্টিপাত নওয়াপাড়া প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম হোসেন ও আব্দুলাহ আল মামুন।