স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় সাতক্ষীরা আজ থেকে এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম এইচএসসি সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার জেলায় ৪০ কেন্দ্রে এইচ এস সি সমান পরীক্ষায় ১৮ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এইচএসসি ২৩কেন্দ্রে ১৩ হাজার ৬০৮ জন, আলিম পরীক্ষায় ৭টি কেন্দ্রে ১৭৬৬জন, (ভোকেশনাল) পরীক্ষায় ২ টি কেন্দ্রে ২০৫ জন এবং (বিএম) পরীক্ষায় ৮টি কেন্দ্রের ৩২৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। বিগত বছরের ন্যায় পরীক্ষা নকল মুক্ত ও সুস্থ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের আধা ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা এলাকায় সকল ফটোকপি দোকান বন্ধ থাকবে। কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারী থাকবে। এইচএসসি সমমান পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির দৈনিক দৃষ্টিপাতকে জানান, সুন্দর সুস্থ ও নকল মুক্ত পরিবেশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীদের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার কোন সুযোগ দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র মনিটরিং করা হবে। সকল কেন্দ্রের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। কেন্দ্র তদরকি করবেন ট্যাগ অফিসার।পরীক্ষাথীদের স্বাস্থ্য সমস্যার জন্য থাকবে মেডিকেল অফিসার।