স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পার্শ্বে মহিলা অধিদপ্তরের কার্যালয়ের সামনে মহিলা অধিদপ্তরের ডিডি একেএম শফিউল আযমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা তথ্য অফিসার হিরা খাতুন, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোস্না দত্ত সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।