স্টাফ রিপোর্টার \ সরকারি নির্দেশনা মোতাবেক সাতক্ষীরার বাজারে এলো দেশীয় প্রজাতির আম। জেলাব্যাপী গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম গাছ থেকে গতকাল আম ভাঙা উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পর্যায়ক্রমে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া আম ভাঙা হবে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ফিংড়ী ইউনিয়নের বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম আহরণের মধ্য দিয়ে জেলায় আম সংগ্রহ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এবার জেলার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে ৫ হাজারের অধিক। ১৩ হাজার চাষি আম চাষের সাথে জড়িত। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৮শ মেট্রিকটন। যার আনুমানিক বাজার মূল্য ৪শ কোটি টাকা। এর আগে গত ৩০ এপ্রিল সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় জেলায় আম ভাঙার সময়সীমা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। সেখানে ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশনা দেওয়া হয়।