স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আম দেশের বিভিন্ন জেলায় নিরাপদ সরবরাহ করতে আম ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদাগার কুরিয়ার সার্ভিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় শহরের হোটেল টাইগার প্লাসে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শাহিনুর ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদাগর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ তিনি বলেন, সাতক্ষীরার আমের সুনাম দেশের গন্ডি পেরিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে। দেশের মানুষের কাছে সাতক্ষীরায় আমের সুনাম অনেক বেশি, সাতক্ষীরা থেকে নিরাপদে আম ঢাকা সহ সারাদেশে পৌছে দেবে সদাগর কুরিয়ার সার্ভিস। এসময় উপস্থিত ছিলেন সদাগর কুরিয়ার সার্ভিসের সিইও এমদাদুল হক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো: গোলাম আজম, সাতক্ষীরা সদাগর কুরিয়ার সার্ভিস মার্কেটিং ম্যানেজার সিরাজুল ইসলাম, ম্যানেজার যোবায়ের হোসেন, সহ আম ব্যবসায়ী উপস্থিত ছিলেন।