স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় প্রবীন আবাসন কেন্দ্রে আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৩ পালিত হয়েছে। আরা ও প্রবীন আবাসন কেন্দ্রের যৌথ আয়োজনে গতকাল বিকাল ৩টায় সংস্থার প্রধান কার্যালয় আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, সাবেক অধ্যক্ষ ও আরার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র সরকার, সহ সম্পাদক অধ্যাপক মো: ইদ্রিস আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শফিউল আলম, মো: হুমায়ুন কবির, গুলশান আরা, আশিকুজ্জামান খান চৌধুরী, শেখ আবু জাফর, মো: নুরুল আমিন তাহমিদুর, সুলতানা, আফরোজা পারভীন, স্বাগত বক্তব্য রাখেন ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরা ও প্রবীন আবাসন কেন্দ্র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।