স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আর আর ১টু ৯৯ প্লাস সপ উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ১টু ৯৯ প্লাস সপ ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন পতœী মিসেস মাহমুদা খাতুন সাথী, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট মেহেদী হাসান তপু, ইপিআই মহিবুলাহ, ওসিসি আক্তারুজ্জামান, ব্যবসায়ী বিপ্লব সাহা ও প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রবিউল ইসলাম। উলেখ্য উক্ত সপে সল্প মূল্যের সকল পণ্য পাওয়া যাবে।