শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় আ’লীগকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়- একে ফজলুল হক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক। তিনি বলেন, বাংলাদেশ আ’লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। সাতক্ষীরায় আ’লীগকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, সাতক্ষীরা আ’লীগের ঘাটি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শক্তভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থান দখল করেছেন। তিনি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে একে অপরের পরিপূরক হিসাবে আ’লীগের হাতকে শক্তিশালী করব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ সাফি আহমেদ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শেখ আক্তার হোসেন, আ’লীগ নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, মুনছুর আহমেদ, জিএম ফাত্তাহ, এড. অনিত, এড. ওসমান গনি, এড.আজহার হোসেন, মোশারাফ হোসেন, শিমুন শামস প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আ’লীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com