স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় আ’লীগের একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা জেলা, সদর, পৌর, ইউনিয়ন আলীগ এবং অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর আলীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা আলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন,পিপি এড আব্দুল লতিফ,পৌর আলীগের সাধাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ছাইফুল করিম সাবু, মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জোৎস্না আরা,সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আলীগের সহ-সভাপতি মোঃ গোলাম মোরশেদ, মোঃ আসাদুজ্জামান অসলে, যুবলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান, আলীগের নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন অনু, ওয়ার্ড আলীগের নেতা শেখ আব্দুস সেলিম, কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ইউনিয়ন আলীগের নেতা মশিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হবি, মোঃ তায়জুল ইসলাম, কৃষকলীগ নেতা রেজাউল ইসলাম। বক্তারা বলেন, সদর সংসদ সদস্যের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা রয়েছে। এমপির বিরুদ্ধে আ’লীগের কয়েকজন নেতা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয়। মিথ্যা তথ্য প্রচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন। এসময় জেলা, সদর, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন আলীগের অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।