স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মাদরাসার আয়োজনে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সভাপতিত্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্ছী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, মিশনের সাবেক সাধারন সম্পাদক শেখ আজিজুল হক, মাদরাসার জিবি সদস্য প্রেকৌশলী শেখ তহিদুর রহমান (ডাবলু), সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দীকি প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার্থীদের এলেম শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সৎ, নিষ্ঠাবান, ও লেখপাড়ায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা যে উদ্দেশ্য নিয়ে মাদরাসায় শিক্ষাদান করছে সে যেন বাস্তবায়িত হয়। তাছাড়া শিক্ষিত হয়ে একদিন সমাজের উচ্চস্থানে পৌছাতে পারলে তাহলে তাদের সার্থকতা পুরন হবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা মাদরাসায় নিয়মিত ক্লাস, পাঠদানের বিষয়ে আগ্রহী হতে হবে। আমরা এই মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এছাড়া মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মাদরাসার শিক্ষক আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন। নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান ও ইংরেজী শিক্ষক মনিরুল ইসলাম।