গতকাল বিকাল ৪টায় কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির সভা কমিটির আহবায়ক অধ্যাপক মাও: মোফলেহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাও: মো: আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাও: আব্দুল মান্নান, উপদেষ্টা অধ্যক্ষ মো: আজিজুর রহমান, জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাও: মো: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: শাহিদুজ্জামান ফারুক, যুবসংঘের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক মাও: মুজাহিদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব মো: আব্দুল খালেক, সেক্রেটারি অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, তালা উপজেলা সহ-সভাপতি মাও: সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাও: মো: মশিউর রহমান, জেলা যুব বিষয়ক সম্পাদক মাও: আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আলহাজ্ব মো: শাহিনুর রহমান, যুবসংঘের জেলা সভাপতি নাজমুল আহসান, সহ-সভাপতি মাও: মাসুদ রেজা খান, সেক্রেটারী মাও: মো: রোকনুজ্জামান, সোনামনি পরিচালক মো: আব্দুল্লাহ জাহাঙ্গীর, পৌর এলাকার সভাপতি মাও: মো: আব্দুল মালেক, সেক্রেটারি অধ্যাপক শরিফুজ্জামান মুকুল, সদর উপজেলার অর্থ সম্পাদক আলহাজ্ব মো: নিজাম উদ্দীন, আলহাজ্ব মো: মারুফ হোসেন, আলহাজ্ব মো: নুরুল ইসলাম, মো: আজিজার রহমান খান প্রমুখ। বক্তারা বলেন, আগামী ৭ অক্টোবর সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহলেহাদীস আন্দোলন বাংলাদেশের আমীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ও চেয়ারম্যান ড. আসাদুল্লাহ আল গালিব। আলোচনা পেশ করেন, আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। সকল নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণকে উপস্থিত থেকে উক্ত সম্মেলনকে সফল করতে হবে।-প্রেস বিজ্ঞপ্তি