মাহে রমজানের পবিত্ররক্ষায় সাতক্ষীরায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলেহাদীস আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে গতকাল বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আহলেহাদীস আন্দোলন জেলা সভাপতি অধ্যক্ষ মাও: আলতাফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে অংশগ্রহণ করেন, আহলে হাদীস আন্দোলন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোফলেহুর রহমান সহ-সভাপতি মাও: ফজলুর রহমান, উপগেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান,অধ্যক্ষ মো: আজিজুর রহমান,আহলে হাদীস যুব সংঘ জেলা শাখার সভাপতি নাজমুল আহছান, সেক্রেটারি মাও: রোকনুজ্জামান সহ সকল স্তরের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ। র্যালি থেকে রমজান মাসে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমানো, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি