স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি), সাতক্ষীরা জেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত। গতকাল ২১ রমজান শহরের নব জীবন পলিটেকনিক ইনষ্টিটিউট মিলনায়তনে সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতারে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক প্রকৌশলী এমএমএ আবু জায়েদ বিন গফুর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রকৌশলী আলহাজ্ব মোঃ শামসুর রহমান। তিনি সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করে। একই সাথে আইডিইবির ভুমিকায় বাস্তবায়িত উন্নয়ন মুলক সকল কর্মকান্ড তুলে ধরেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (খুলনা অঞ্চল) ও সাবেক সহ-সভাপতি প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম তাপস, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, সহ-শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক প্রকৌশলী মোবারক হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, কামরুল আক্তার তপু, নব জীবন পলিটেকনিক ইনষ্টিটিউট চেয়ারম্যান তারেকুজ্জামান খান, নব জীবন পলিটেকনিক ইনষ্টিটিউট অধ্যক্ষ ও কাউন্সিলর জেনিক আইডিইবি প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপথ সাতক্ষীরা ও কাউন্সিলর জেনিক আইডিইবি প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন উপ-বিভাগীয় প্রকৌশলী, পাউবো, সাতক্ষীরা প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী রহিতুল হোসেন খান, এছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আতিয়ার রহমান প্রকৌশলী ফরিদ হোসেন, প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, প্রকৌশলী জিয়াউল হক, প্রকৌশলী আঃ আলিম, প্রকৌশলী ফিরোজ হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকৌশলী চঞ্চল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় আড়ায় শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।