স্টাফ রিপোর্টার ঃ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে। পবিত্র শবেবরাত তার মধ্যে একটি বরকতময় রাত। এ রাতে মুসলিম স¤প্রদায় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া, জিকির, তাসবি, তাহলি, দুরুদ, পাশাপাশি ইসলামী গজল, নাতে রাসুল মাধ্যমে উদযাপন করেন। সারাদেশের ন্যায় সাতক্ষীরায় মুসলিম স¤প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন মসজিদে বরকতময় রাত পালন করেছেন। এরাতে নফল নামাজ, কুরআন তেলোয়াতে ব্যস্ত সময় পার করেছেন। সকলের উদ্দেশ্য একটি মহান আলাহর কাছে পাপ থেকে মুক্তি কামনা করা। এর পূর্ব থেকে সাবানের রোজা রেখেছে অনেক ধর্ম প্রাণ মুসলমান, শবেবরাতের উপলক্ষে সাতক্ষীরা শহর সহ জেলার বিভিন্ন মসজিদে মিলাত ও দোয় অনুষ্ঠানের পালন করেছে। শবেবরাতের সৌভাগ্যময় রজনীতে মহান আলাহর কাছে প্রিয় হওয়ার জন্য মুমিন বান্দা রাত জেগে ইবাদাত বন্দেগীর মাধ্যমে পার করেছে। অনেকে পরিবার ও আত্মীয় স্বজনের মাজার জিয়ারাত করেছেন। কবরের পার্শ্বে দাড়িয়ে নিরবে চোখের পানি ছেড়ে দিয়ে আলাহর কাছে মৃতদের জন্য জান্নাত কামনা করেছেন। সকলের মনের উদ্দেশ্য নিজের গোনা মাফ করা। পবিত্র শবে বরাতের শিক্ষন মুসলিম উম্মাহর চলার পথ আলোকিত করুক।