স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের ৫দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্স সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মো: রেজা রশিদ, বক্তারা বলেন, ইমামগন সমাজ তথা রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনাদের মুখের ভাষা অতি সহজে বিশ্বাস করে সাধারন মানুষ। প্রকৃত সঠিক বিষয় গুলি আপনারা প্রচার করবেন। বক্তরা আরো বলেন, বর্তমান সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গী মুক্ত জন্য কাজ করে যাচ্ছে। জঙ্গীবাদ ও নাশকতা কোন ভাবে ইসলাম সমর্থন করে না। ধর্মপ্রাণ মুসলীদের ধর্মীয় বিষয় জ্ঞান বৃদ্ধির জন্য ইমামদের ভূমিকা প্রশংসনীয়। পরে ইমামদের মাঝে সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাও: আব্দুল মজিদ, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: হাসানুজ্জামান, দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্ট্রার ট্রেইনার মাও: মো: আবুল কালাম, এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও: মো: আসাদুলাহ।