স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অসহায় ও দুঃস্থদের স্বাবলম্বী করার জন্য সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরন করা হচ্ছে। অসহায় মানুষের ভাল রাখতে এ উদ্যোগ গ্রহন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার হেড মুফতি আক্তারুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ আদ আলী, ফিল্ড সুপার ভাইজার মোঃ আজিজুর রহমান, মাস্টার টেইনার মোঃ আবুল কালাম প্রমুখ।