স্টাফ রিপোর্টার \ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশন উদ্দোগে গতকাল সকাল ১০ টায় ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল। জাতির জনক বঙ্গবন্ধু তাঁর পরিবারসহ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাস্টার ট্রেনার মাওলানা মোঃ আবুল কালাম। এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, মসজিদের ইমান, মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান।