ভারতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এবং উম্মাহাতুল মু’মিনিন হযরত আয়েশা সিদ্দীকা (রা.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বাদ জুম্মা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দীস মোস্তফা শামছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সদর, আলহাজ্ব শেখ আঃ রাজ্জাক, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মোঃ সারোয়ার আলম, জেলা সেক্রেটারী, ডা: কাজী মোঃ ওয়েজ কুরণী, জয়েন্ট সেক্রেটারী, মুফতী আঃ হান্নান, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিউ মার্কেট হয়ে খুলনা রোড মোড়, নারকেল তলা হয়ে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন রাসূল (স.)-এর বিরুদ্ধে কটুক্তিকারী নুপুর শর্মা ও নবীন জিন্দালসহ সকল নাস্তিকদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং আন্তর্জাতিকভাবে রাসূল (স.)-এর বিরুদ্ধে কটুক্তিকারীদের ফাসির আইন বাস্তবায়ন করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে সভাপতি দোয়ার মাধ্যমে প্রতিবাদ অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। এসময় বিপুল সংখ্যক নবী প্রেমীক ধর্মপ্রান মুসলীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি