পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানীক ডারউনের বিবর্তনবাদ বাদ দেওয়া প্রতিবাদে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে গতকাল সকাল ১০টায় সাতক্ষীলা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গনমিছিল করেন। ইসলামী আন্দোলন জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনে জেলা উপদেষ্টা আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব নূর নবী, সহ-সভাপতি মো: ছারোয়ার আলম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডা: এবাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি, মোঃ মুবাশশীরুল ইসলাম তকী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন সহ-সভাপতি, হাফেজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মাকসুদুর রহমান, কালিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুলাহ, আশাশুনি উপজেলা সেক্রেটারি কারী মো: কাইকাউজ, পাটকেলঘাটা উপজেলা সভাপতি মো: ইলিয়াস হোসেন, শ্যামনগর উপজেলা সভাপতি, মাও: আবু বকর সিদ্দীক, দেবহাটা উপজেলা সভাপতি মুফতী মুবাশ্বীর হোসেন, তালা উপজেলা সভাপতি মোঃ শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন সভাপতি মুফতি কামালউদ্দীন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি ডাঃ কাজী মো: ওয়েজ কুরণী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতি: জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।-প্রেস বিজ্ঞপ্তি