স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী আরিফুর রহমান তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক সাইদুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, কার্যনির্বাহী সদস্য শিমুন শামস্, লুৎফর রহমান সৈকত, মীর্জা মনিরুজ্জামান কাকন, স.ম সেলিম রেজা, শেখ হেদায়েতুল ইসলাম, আ.ম আখতারুজ্জামান মুকুল। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ নেন যশোর জেলা দল বনাম মেহেরপুর জেলা দল।