মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরায় ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌর আ’লীগের সভাপতি শেখ নাসিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এ সময় তিনি বলেন, আমি সাতক্ষীরাতে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ দেখতে চায়না। আমি সাতক্ষীরাকে একটি সুন্দর সাতক্ষীরা গড়তে চায়। আপনারা ঈগল প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করলে আমার অসমাপ্ত কাজ শেষ করবোই। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান, বাংলাদেশ আ’লীগের উপ কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনুর রহমান মঈন। জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো: আব্দুল মান্নান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এসএম শাহেদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের অটিজম বিষয়ক উপ সম্পাদক শেখ সুমাইয়া আফরোজ, জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের আহবায়ক সাইফুল করিম সাবু, সদর উপজেলা আ’লীগের সহসভাপতি ফজলুর রহমান, মশিউর রহমান ময়ূর ডাক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মজলুর মালি, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হোসেন লাকি, জয়নুল আবেদীন জসী, শেখ শফিউদ্দীন শফি প্রমুখ। এসময় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com