সোমবার, ২৪ জুন ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডুমুরিয়া ব্যবসায়ী আব্দুল গফুর আর নেই সাতক্ষীরায় আ’লীগকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়- একে ফজলুল হক শ্যামনগরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতক্ষীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু সহ ভাইস চেয়ারম্যানদের শপথ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে…. এমপি রশীদুজ্জামান আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ প্রস্তুতি সভা দরগাহপুর আফিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডিশনাল ডিআইজি

সাতক্ষীরায় ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ ঈদ মোবারক আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আযহার নামাজ দৈনিক দৃষ্টিপাতের ঘোষনা অনুযায়ী যারা ঈদ জামাতের সময়সূচী পাঠিয়েছেন শুধুমাত্র সেই সকল স্থানের ঈদ জামাতের সময়সূচী প্রকাশ করা হলো। সাতক্ষীরা মুনজীতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিট, মাসজিদে কুবায় সকাল ৭.৩০ মিনিট, সাতক্ষীরা স্টেডিয়াম সকাল ৭.৩০ মিনিট, সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭.০০ মিনিট, গুড়পুকুর ঈদগাহ ময়দান সকাল ৭.০০টা, পুলিশ লাইন সকাল ৭.১৫ মিনিট, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ ৭.১৫ মিনিট, কামাল নগর ঈদাগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৬.৩০টা দ্বিতীয় জামাত সকাল ৭.৩০টা, সুলতানপুর মোসলেমা জামে মসজিদ সকাল ৭.০০টা, কাকবোশিয়া ঈদগাহ ময়দান সকাল ৭.০০টা, কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ ৬টা ৪৫ মিনিট, দক্ষিণ শীতলপুর ঈদগা ময়দান সকা ৭টা, বসন্তপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ৭:৩০ মিনিট, পোট বসন্তপুর জামে মসজিদ সকাল৭টা চরদহা বায়তুল আমান জামে মসজিদ সকাল সাতটা, দক্ষিন ছনকা ঈদগাহ ময়দান সাতটা ১৫ মিনিট,চরদহা ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৩০ মিনিট,উত্তর ছনকা ঈদগাহ ময়দান ৭টা,গড়ের হাটখোলা ঈদগাহ ময়দান ৭:৩০ মিনিট,সেকেন্দ্র নগর ঈদগাহ ময়দান সকাল সাতটা,হারদদহা ঈদগাহ ময়দান ময়দান ৭:৩০ মিনিট, রাজবুল হাসান রাজু (ধলবাড়িয়া): ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামায়াতের সময়সূচী: খড়মী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭.১৫ মি, পুটিয়া শাহী জামে মসজিদ ঈদগাহ্ ময়দানে ৭.০০, দক্ষিণ মুড়াগাছা বেলাল (রা) জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৭.০০, ইসলামপুর ঈদগাহ ময়দানে ৬.৩০, নন্দিকাটি ঈদগাহ ময়দানে ৭.০০, মুড়াগাছা বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৭.০০, আড়ংগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭.০০, উচ্ছেপাড়া ঈদগাহ ময়দানে ৭.০০, শেরকাটি ঈদগাহ ময়দানে ৭.০০, রত্নেশ্বরপুর ঈদগাহ ময়দানে ৭.১৫, রঘুরামপুর ঈদগাহ ময়দানে ৭:১৫, দক্ষিণ গান্ধুলিয়া বাইতুস সালাম জামে মসজিদ ঈদগাহ ময়দানে ৬.৪৫, পিরোজপুর ঈদগাহ ময়দানে ৭.০০, মহেশ্বরপুর পুরাতন মসজিদ ঈদগাহ ময়দানে ৬.৫০, বাহাদুরপুর ঈদগাহ ময়দানে ৭.০০, দাড়িয়ালা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭.০০ এবং তেঘরিয়া ঈদগাহ ময়দানে সকাল ৭.০০ টায়,হোগলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, চাঁচাই কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭টায়, চৌমুহীন কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭টায় ১৫ মি:, এমএমপুর বায়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পারুলগাছা ঈদ গাহ ময়দানে সকাল ৭টায়, কলারোয়অ সরকারী কলেজ ময়দান সকাল ৭টায়, কাডাঙ্গা ও বালিয়াডাঙ্গা ৭.৩০ মি:, মানিকনগর, পাইকপাড়া, যুগীখালী, কামারালী সকাল ৭টায়, কেড়াগাছী, ভাদিয়ালী, বাগাডাঙ্গা বালিয়াডাঙ্গা, গোরাল চাতর ৭টায় আইচ পাড়া ৭.৩০, কাওনডাঙ্ড়গা ৬.৩০মি:, তালা নগরঘাটা ৭.৩০মি: বাটরা সানা পাড়া ৭.৪৫ মি: মানিকহার ধানদিয়া চকারকান্দা, আড়ংপাড়া, পাটকেলঘাটা ওমরপুর মঠবাড়ী, তিশমাইল চাতাল সকাল ৭টায়, আশাশুনি, হাবাসপোল, শ্বেতপুর সকাল ৭টা, বুধহাটা নওয়াপাড়া,কাদাকাটি, চাদপুর, শাহপুর, ৭.৩০ মি:, শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদ উল আযহার নামাজের সময়সূচী এবং কোথায় কখন অনুষ্ঠিত হবে। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, শ্যামনগর দেবালয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, নকিপুর জমিদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৭ টা ১৫ মিনিটে, ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, ভুরুলিয়া সরদারবাড়ী ঈদগাহ্ ময়দানে সকাল ৭ টায়, নূরনগর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে সকাল ৭টা ১৫ মিনিটে, রামচন্দ্রপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে ৭ টা ১৫ মিনিটে, দক্ষিণ হাজিপুর দিঘীরপাড় ঈদগাহ ময়দানে ৭টা ১৫ মিনিটে, হাবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদের নামাজ ৭ টা ১৫ মিনিট, উত্তর হাজিপুর টাউনপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৭ টা ১৫ মিনিটে, পাইকামারি ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ১৫ মিনিটে, উত্তর হাজিপুর ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, মানিকপুর পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, রামচন্দ্রপুর ঢালিপাড়া জামে মসজিদে সকাল ৭ টায়, কাটাখালি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৭ টায়, হরিপুর গুলশানে যাহরা ইমাম বাড়ি (শিয়া মসজিদ) ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, দক্ষিণ দুরমুজখালি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৭ টায়, দুরমুজখালি উওরপাড়া সরদার বাড়ি জামে মসজিদে ৬টা ৩০মিনিটে, কৈখালী আজাদনগর ঈদগাহ ময়দানে সকাল ৭ টায় ১৫ মিনিটে, কৈখালি ইউনিয়ন সরদার বাডী জামে মসজিদে সকাল ৭ টায়, কাশিমাড়ি ইউনিয়নে ঘোলা জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। কালিগঞ্জ উপজেলা রতনপুর স্কুল দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, দুলাবালা বায়তুল আমান জামে মসজিদ (মরহুম চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন) ঈদগাহ মাঠে সকাল ৭ টায়, সূবর্ণগাছী জামে মসজিদে সকাল ৭ টায়, সাতক্ষীরা শহর আহলে হাদীসের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ৬.৪৫ মিনিট, মাহমুদপুর আমতলা সম্মিলিত ঈদগাহে ৬.৪৫ মিনিট, বকচরা দিঘির পাড় ও বচকরা বাইপাস মসজিদ সকাল ৬.৪৫ মিনিট, বকচরা পূর্বপাড়া ও আলীপুর ঢালী পাড়া ঈদগাহে সকাল ৭.০০টা,বালিয়া ডাঙ্গা, ভবানী পুর, ঘোনা সকাল সাড়ে ৭.৩০টা, অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com