শিবপুর প্রতিনিধি ॥ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সোনারডাঙ্গা স্কুল মাঠে উচ্চ ফলনশীল বেগুনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি অধিদপ্তরের উদ্যেগে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে গতকাল বিকাল ৪টায় ১৪ সপ্তাহ ব্যাপি প্রশিক্ষন শেষে সনদপত্র পুস্কার বিতরন ও মাঠ দিবস অনুষ্টিত হয় । ২০২৩-২৪ অর্থ বছরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। অন্যেনর মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আব্দুল গনি, আরো উপস্থিত ছিলেন উপ-সহ কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম ও মরিয়ম খাতুন প্রমুখ । মাঠ দিবসের আলোচণায় অতিথিবৃন্দ বলেন আমাদের দেশে বিশ মুক্ত খাওয়ার জন্য সবাইকে খাদ্যশষ্যে উৎপাদন করতে হবে ।