স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের ভোমরা শ্রীরামপুর আশ্রায়নে উপকার ভোগী বাসিন্দাদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমাতুজ জোহরা শ্রীরামপুর আশ্রয়ে বাসিন্দাদের সাথে মত বিনিময় কালে বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দূর্ভোগ লাঘবে বাসগৃহ নির্মান করেছেন। এক সময় ঘরের অভাবে দুস্থ অসহায় গৃহহীন মানুষের রাস্তাঘাটে ঘুমাতে হত। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। ঘরগুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। বাড়ির সামনে শাক-সবজি চাষ করতে হবে। উপজেলা প্রশাসন সব সময় আমাদের পাশে আছেন। মত বিনিময় সভা শেষে উপকারভোগীদের মাঝে আমের চারা বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সার্ভেয়ার মো: বরকতউলাহ, ইউপি সদস্য নেছারউলাহ। এছাড়া স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।