স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবুর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোঃ মশিউর রহমান বাবুর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান ইপ্তি, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নুরুল হুদা সহ জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল বিকালে শহরের কদমতলা বাজার থেকে লাবসা মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন প্রার্থী মশিউর রহমান বাবুর ছোট ভাই মোঃ মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন সুজন, সুমন, রাজিবুল্লাহ, রাজ, মফিজুল, কবির, শাহরিয়ার, সবুজ সহ অনেকে।