স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা ডিজিটাল সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফরহাদ জামিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তানভীর হুসাইন সুজন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বক্তারা বলেন, দূর্যোগ মোকাবেলায় আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রত্যেক ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। দূর্যোগ দেখা দিলে কমিটি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। ইউনিয়নের সকল সাইক্লোন সেন্টার গুলি প্রস্তুতি রাখা হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা সামাজিক বন কর্মকর্তা জিএম মারুফ বিলাহ, ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম, মো: মফিজুল ইসলাম, আবু হেনা মোস্তফা, লুৎফর রহমান, মো: মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক।